Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

*নিবন্ধন এবং উপ-আইন সংশোধন

বৈধ উপায়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য ন্যুনতম ২০(বিশ) জন একক ব্যক্তি সমন্বয়ে গঠিত প্রাথমিক সমবায় সমিতির নিবন্থন করা হয়্। সমবায় সমিতি নিবন্থনের সময় সমবায় সমিতি পরিচালনার সুনিদিষ্ট বিধানাবলী সমন্বিত উপ-আইন নিবন্ধন করা হয় এবং পরবর্তিতে প্রয়োজনবোধে উপ-আইনে সংশোধনী নিবন্ধন করা হয়। সরকারী কর্মসূচীর অধীনে বিত্তহীন,ভুমিহীন এবং আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০(পঞ্চাশ) টাকা এবং অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৩০০(তিনশত) টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়।

দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্বেচ্ছায় বা সরকারী কর্মসূচীর অধীনে গঠিত প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে তিন হাজার টাকা,ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে এক কোটি টাকা এবং অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে বিশ হাজার টাকা পরিশোধিত মুলধন থাকতে হবে।

 

*ব্যবস্থাপনা,অডিট,পরিদর্শন,বিরোধ নিস্পত্তি এবং অবসায়ন

সমিতির ব্যবস্থাপনা গনতান্ত্রক ভাবে নির্বাচিত কমিটি কর্তৃক পরিচালিত হয়। কোন সমবায় সমিতি নির্বাচন করতে ব্যর্থ হলে জেলা সমবায় অফিসার আইনের অধীনে অন্তবর্তি ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করেন। জেলা সমবায় অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মচারী বা ব্যক্ত দ্বারা প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা এবং আর্থিক কার্যক্রমের উপর বাতসরিক নিরীক্ষা সম্পাদন করা হয়। সমিতিতে সংগঠিত যে কোন অনিয়ম জেলা সমবায় অফিসার পরিদর্শক কিমবা তদন্তের মাধ্যমে নিস্পত্তি করেন। 

প্রাথমিক সমিতির নির্বাচন সহ যে কোন সৃ্ষ্ট  বিরোধ জেলা সমবায় অফিসারের নিকট দায়ের করা হলে তিনি বা নিযুক্ত সালিশকারী ন্যায় বিচার,সমতা এবং সুবিবেচনা প্রসূতভাবে নির্ধরিত সময়ের মধ্যে র্রায় প্রদান করেন। রায়ে সংক্ষুদ্ধ হলে বিভাগীয় সমবায় দপ্তরের উপ-নিবন্ধক (বিচার) এর নিকট আপীল করতে পারেন। বিরোধ এবং আপিলের সাথে ১০০( এক শত) টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হয়। প্রাথমিক সমিতি অকার্যকর হলে কিমবা সদস্য গন সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে জেলা সমবায় অফিসার সমিতিকে অবসায়ন করতে পারেন।

আবার সদস্যদের আগ্রহের কারনে অবসায়ন প্রত্যাহার করতে পারেন।

 

*প্রশিক্ষণ

কুমিল্লা শহরের উপকন্ঠে কোটবাড়িতে অবস্থিত দেশের শীর্ষ সমবায় প্রশিক্ষন প্রতিষ্টান বাংলাদেশ সমবায় একাডেমী এবং খুলনা আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনষ্চিটিউটে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। জেলা সমবায় কার্যালয়ের ভ্রম্যমান প্রশিক্ষণ ইউনিট সমিতিতে গিয়ে সদস্যদের প্রশিক্ষন দিয়ে থাকে।

সমবায় অধিদপ্তরের ঢাকাস্থ সদর কার্যালয়ে বাংলাদেশ সমবায় একাডেমী এবং খুলনা আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনষ্টিটিউটে অবস্থিত অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এর মাধ্যমে সদস্য এবং সমবায় অধিদপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের আধুনিক তথ্য প্রযুক্তিগত প্রশিক্ষন দেয়া হয়ে থাকে।

 

*অভিযোগ নিস্পত্তি

কোন অভিযো্গ থাকলে জেলা সমবায় অফিসারের নিকট দাখিল করলে তা নিস্পত্তি করা হয়ে থা